এডিশন ডেস্কঃ
যশোর জেলার বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার আগামী গভার্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে।

বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার এই নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন ক্বারী মাও: মুহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মাও:মোস্তাক আহমদ সাবেক ওয়ার্ড কমিশনার, এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেন উপধ্যক্ষ আব্দুল হাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া পৌর নায়েবে আমির মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল হক ও যুব জামায়াতের থানা সভাপতি মাস্টার মতিউর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবিন্দু।