এডিশন ডেস্ক::
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দিনব্যাপী সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা সভাপতি জুবায়ের হোসেন এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ড. ইকরাম উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ ইমদাদুল হক,সাবেক জেলা সভাপতি রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”৫ আগস্ট পরবর্তী সময় আমাদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত , এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ সকল ছাত্রের কাছে ইসলামের আহবান পৌঁছে দিয়ে আগামী প্রজন্মকে সৎ, দক্ষ,দেশপ্রেমিক রূপে গড়ে তুলতে চাই।