এডিশন ডেস্ক::
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার ও বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নরসিংদী শহরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং অতীতের গণহত্যার বিচার জরুরি। অন্যথায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
এসময় বক্তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচারের দাবিও জানান।