1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে বিজয় দিবস উপলক্ষে বিএনপির শ্রদ্ধা নিবেদন মনিরামপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত  রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান মহান বিজয় দিবস উপলক্ষে মানব কল্যাণ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত  বিজয় দিবস উপলক্ষে এমইউজে খুলনার আলোচনা সভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান খুলনায় বধ্যভূমি স্মৃতিসৌধে পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন

সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

এস এম মোতাহিরুল হক শাহিন
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

এডিশন ডেস্ক::

তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে মিলেমিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধই আমাদের শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সার্বিক খোঁজখবর ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো পাহারা দেওয়ার প্রয়োজন হয়না তাহলে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডবে কেনো পাহারা দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে সকল ধর্মের লোকজন সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে। এবং শতভাগ সামপ্রদায়িক সম্প্রীতি বাজায় থাকবে, ইতি মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময়ে তাদের পাশে দাড়িয়ে জামায়াত তার প্রমাণ রেখেছে।

তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক।

তিনি বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক বন্ধনকে আরও মজবুত করে। আমরা চাই সব ধর্মের মানুষ নিরাপদে, শান্তিতে এবং আনন্দঘন পরিবেশে পূজা-উৎসব পালন করুক।

তিনি আরও বলেন মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কেনো পাহারা দেওয়ার প্রয়োজন হয়না, তাহলে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডবে কেনো পাহারা দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে সকল ধর্মের লোকজন সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে। এবং শতভাগ সাম্প্রদায়ীক সম্প্রীতি বাজায় থাকবে, ইতি মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময়ে তাদের পাশে দাড়িয়ে জামায়াত তার প্রমাণ রেখেছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনা মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য ডা. আফতাব উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলার সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আয়ুব আলী।মাগুরার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলতাপ হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী,

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অজিৎ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা অমল ঘোষ, মেম্বর শংকর কুমার দাশ, শিক্ষক পঞ্চানন কুমার ঘোষ, অমল কুমার মল্লিক, হারান কুমার পাল, বিষ্ণু সাধু, মেম্বর মহাদেব ঘোষ, উত্তম কুমার ঘোষ, কৃষ্ণ পদ ঘোষ, মেম্বর তপন কুমার ঘোষ, মেম্বর শিবপদ সরকার, আশুতোষ ঘোষ, সরোজিৎ সরকার, মাষ্টার পরেশ চন্দ্র দত্ত বক্তব্য রাখেন।

এসময় তালা উপজেলা প্রায় সকল পূজা মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারী সহ এলাকার বিভিন্ন শ্রেণী হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন,জামায়াতের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খোঁজখবর নেওয়া এবং সম্প্রীতি সভার আয়োজন করায় আমরা আনন্দিত। এটি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট