স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন : শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে নতুন গতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ASSET প্রকল্পের অংশ হিসেবে শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে Skill Competition 2025 অনুষ্ঠিত হয়েছে।
Skill competition অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, সংযুক্ত কর্মকর্তা-৪, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মোঃ রাশেদ হোসেন, সহকারী ভূমি কর্মকর্তা, এবং মোঃ নাজিম উদ্দীন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। এছাড়া বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী আবুল খায়ের মোহাম্মাদ বাহাউদ্দীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (ইন্সট্রাক্টর টেক/কম্পিউটার) ও মোঃ মামুনুর রহমান (জুনিয়র ইন্সট্রাক্টর টেক/ইলেকট্রিক্যাল)।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা চারটি ট্রেড থেকে মোট ১১টি উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। এর মধ্যে ৩টি প্রজেক্ট পুরস্কৃত হয়।
চ্যাম্পিয়ন হয় কম্পিউটার ও আইওটি সিস্টেম ট্রেডের গ্রুপ (জান্নাতুল ফেরদাউস মিম, মাধবী রানী মন্ডল ও লক্ষী) তাদের প্রজেক্ট “SMART Home System” নিয়ে।
প্রথম রানার আপ হয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের গ্রুপ (মোঃ নাইমুর রহমান নাইম ও তামিম হাসান) তাদের প্রজেক্ট “SMART Alarm System” নিয়ে।
দ্বিতীয় রানার আপ হয় সিভিল কনস্ট্রাকশন এন্ড সেফটি ট্রেডের গ্রুপ (উৎসব মৃধা) তাদের প্রজেক্ট “EcoPure Industrial Wastewater Plant” নিয়ে।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, কারিগরি শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের দক্ষতা, মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের প্রতিযোগিতা বড় ভূমিকা রাখবে। বিচারক ও অতিথিরা শিক্ষার্থীদের প্রজেক্ট দেখে প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নিতে উৎসাহ প্রদান করেন।