এডিশন ডেস্কঃ
দেশের অন্যান্য স্থানের মতো যশোরের মনিরামপুর উপজেলায় চলছে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে মহা আনন্দ। আনন্দময় ভাবে চলছে দূর্গা পূজার কার্যক্রম। কথা হয় পূজা উদযাপন পরিষদের উপজেলা আহবায়ক সন্তোষ স্বরের সাথে, তিনি খুলনা এডিশনকে জানান এবার পৌর সভা সহ ১৭ ইউনিয়নে ৯৮ স্থানে পূজা মন্দিরে পূজা উদযাপন হচ্ছে। ২৪ সালে এর সংখ্যা ছিল ৯৭ টি। ২৫ সালে ১ টি বেড়েছে।
কেন্দ্রীয় দোলখোলা মন্দিরের পুরোহিত খুলনা এডিশনকে জানান দেবি এবার গজে/ হাতিতে ধরায়/পৃথিবীতে এসেছে। মা দূর্গা হাতিতে আসলে ফসল ভালো হয়। চলতি বছর ফসল উৎপাদন আশাব্যঞ্জক হবে।
মশিয়াহাটি মন্দিরের পুরোহিত খুলনা এডিশনকে জানান ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দূর্গা পূজার কার্যক্রম শুরু হয়েছে, আজ ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী। আজ থেকে দেবি দেখতে মানুষের ভিড় বাড়বে। ২ আগষ্ট চলতি বছরের দূর্গা পূজার সমাপনী দিন। অধিকাংশ স্থানে রাতে দেবী বিসর্জন দেওয়া হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সামাজিক সংগঠনের কর্মকর্তা সহ সুধী জন মন্দিরে মন্দিরে যেয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। বিজয়া দশমী পর্যন্ত চলবে শুভেচ্ছা বিনিময়।
শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। মুসলিম কমিউনিটির নেতারা পূজায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সজাগ দৃষ্টি রাখছেন।।