এডিশন ডেস্কঃ
“পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিত করন”৷ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর ( রবিবার) সাতক্ষীরাতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
র্যালিটি জেলা প্রশাসক এর কার্যালয় হতে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক মহোদয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ট্রান্সেপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বেলা,সনাক, সুন্দরবন ফাউন্ডেশন সহ আরও কয়েকটি সংগঠনের সহযোগিতা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা বা আইসিটি) রিপন বিশ্বাস , সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ সহ প্রমুখ। র্যালি এবং আলোচনা সভায় স্কুল, কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে।