এডিশন ডেস্কঃ
গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ বিকালে খুলনা সদর থানাধীন শিশু হাসপাতালের সামনে হতে জনৈক জনি মার্টিন গাইন(৬৫) কে অজ্ঞাতনামা আসামীরা চেতনানাশক ব্যবহার করে তার ব্যাটারী চালিত ১টি ইজিবাইক নিয়ে চলে যায়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মেয়ে সীমা রানী গাইন(৪৭) এর এজহারের ভিত্তিতে খুলনা সদর থানার মামলা নং-৩৪, তারিখ-২৬/০৯/ ২০২৫ খ্রি. ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে খুলনা থানা পুলিশ সময় গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন উলপুর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য ১) লায়েক মোল্ল্যা (৫৮), পিতা-ওহাব মোল্ল্যা, সাং-উলপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ এবং ২) লেবু মোল্লা (৪৬), পিতা-আঃ রফ মোল্লা, সাং-উলপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরদের হেফাজত হতে ১টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।