এডিশন ডেস্কঃ
সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাতক্ষীরা উন্নয়ন ফোরামের আয়োজনের আজ ২৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১ টায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উন্নয়ন ফোরামের সদস্য সচিব প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য এডভোকেট আব্দুস সুবাহান মুকুল। সদস্য হাবিবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব আরাফাত হোসেন, উন্নয়ন ফোরামের সদস্য রুহুল আমিন সহ আরো অনেকে।
ফ্যাসিবাদ শাসনামলে অবহেলিত সাতক্ষীরা জেলার অবকাঠামোগত তথা আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার গৃহীত উন্নয়ন প্রস্তাবনার বিরুদ্ধে দৈনিক প্রথম আলো পত্রিকার বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক রিপোর্টের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন সাম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরা সড়ক উন্নয়ন নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে যেটা খুবই দুঃখজনক সেখানে উপস্থাপনীয় তথ্যের যথেষ্ট বিভ্রান্তিকর। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকার যখন সাতক্ষীরা উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছে তখনই গাত্রদাহ শুরু হয়েছে দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলো। সাতক্ষীরা উন্নয়ন প্রশ্নের কোন ধরনের অপপ্রচার বরদাসত করা যায় না। ভুল বা বিকৃত তথ্য দিয়ে উন্নয়নের দাবীকে ছোট করা কোনভাবে গ্রহণযোগ্য নয়।
মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের নাম জড়িয়ে প্রথম আলো উন্নয়ন বৈষম্য নিয়ে এ ধরনের অসত্য খবর গণমাধ্যমে প্রকাশ করায় গোটা সাতক্ষীরা বাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাতক্ষীরার উন্নয়ন একটি জাতীয় দায়। সরকারের প্রতি আহ্বান এই জেলার রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নের বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হোক। সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমান বন্দর স্থাপন , পর্যটক কেন্দ্র স্থাপন, একটি হিমাগার স্থাপন , ভোমরা স্থল বন্দরকে আধুনিকায়ন করা সহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির কাজকে এগিয়ে নেওয়ার জন্য সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ অবহেলিত জনপদের ন্যায্য দাবিকে গুরুত্ব দিয়ে সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করা হোক।