এডিশন ডেস্ক::
দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে পত্রিকার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন সভাপতির বক্তব্য রাখেন।
তিনি বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা ও যশোর থেকে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে।
রং চং লাগানো খবর থেকে বিরত থাকতে হবে।” তিনি আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাই কোনো অপশক্তি কিংবা পেশিশক্তির কাছে নত না হয়ে লেখনীর মাধ্যমে অসঙ্গতি প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ’র বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, বিশেষ প্রতিবেদক মালেকুজ্জামান কাকা, জ্যেষ্ঠ প্রতিবেদক এনামুল কবির প্রমুখ।
ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ নেন।
পরে সম্পাদক শিহাব উদ্দীন তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেন।সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১১ নভেম্বর পত্রিকাটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। শপথ গ্রহণ শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।