এডিশন ডেস্কঃ
খুলনা নতুন রেলওয়ে স্টেশনের ৩/৪ নম্বর প্লাটফর্মে একজন অজ্ঞাত পুরুষ বয়স অনুমান (২৫/৩০) বছর আজ ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাত ঘটিকায় একজন অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়।
খুলনা রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রেলওয়ে পুলিশ বলছেন অনুমানিক সকাল ৬ টার পরে লোকটি মারা গেছেন। অজ্ঞাত পুরুষের এখনো পরিচয় সনাক্ত হয় নাই। তবে লোক মুখে জানা যায় অনেকে বিভিন্ন সময়ে এই পুরুষকে স্টেশন ও তার আশপাশ এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছে।
খুলনা রেলওয়ে সদর পুলিশ ফাঁড়ির এস আই আজাদ এই বিষয়ে বলেন আমরা অজ্ঞাত পুরুষের লাশের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের করছি।