এডিশন ডেস্কঃ
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ৩০৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা লিডো। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি। সংগঠনটির করা ‘বাংলাদেশে শিশু নির্যাতন পরিস্থিতি ও সমাধান’ বিষয়ক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
সংগঠনটি জানায়, ইউনিসেফসহ বিভিন্ন গবেষণা প্রতিবেদনেও দেখা যায় শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সুরক্ষামূলক পরিবেশেও শিশুরা নিরাপদ নয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির জন্যও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। সম্মেলনে সংগঠনটির শিশু-কিশোর সাংবাদিক দলের পক্ষ থেকে বলা হয়, শিশু নির্যাতন এখন ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিয়েছে। অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।