এডিশন ডেস্ক::
খুলনায় মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের আয়োজনে নগরীর খুলনা সদর থানাধীন সিএসএস আভা সেন্টারে “Collaborative Learning and Review Workshop with Youth Group Members” কর্মশালা অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক দিকনির্দেশনা, শিক্ষা ও সামাজিক সচেতনতার মাধ্যমে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মকে আরও উদ্যমী, সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
এসময় জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।