এডিশন ডেস্ক::
শার্শার কায়বা ইউনিয়ন এর দাশপাড়া পুজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মফিকুল হাসান তৃপ্তি।
বুধবার বিকেল সাড়ে ৩ টা থেকে সময় যশোর ৮৫ (শার্শা)-১ এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুল ইসলাম মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন প্রমুখ।
সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শান্তিপুর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপন এর আহবান জানিয়ে বলেন আমাদের দ্বারা কখনো হিন্দু পরিবার ক্ষতিগ্রস্থ হয়নি। আমি যে কয়দিন এমপি ছিলাম সেই স্বল্প সময়ের মধ্যে এলাকার স্কুল কলেজ এমপিও ভুক্ত করা এবং হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়েদের চাকুরী দেওয়ার ও উদ্যেগ নিয়েছিলাম। সে সময় আমার নির্বাচিত এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করেছি। যদি আবার ক্ষমতায় আসতে পারি আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকব এবং এলকার উন্নয়ন কাজ করব।
তিনি আরো বলেন আমরা পালিয়ে যাইনি। আওয়ামী সরকারের আমলে অনেক অন্যায় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি আমরা। আমাদের ভিসা ছিল। তবুও আমরা বিদেশ পলিয়ে যায়নি। আমি আপনাদের লোক আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। অতিতে কোন অন্যায় অত্যাচার কাউকে আমরা করি নাই আর ভবিষ্যতেও করব না। পুজা উদযাপনকে কেন্দ্র করে যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান এবং শান্তিপুর্ন ভাবে সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হোক সেই আশাবাদ ব্যক্ত করেন।
এডিশন ডেস্ক/এনএইচ/০১