স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি যশোরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার ১ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহানবমী উপলক্ষে যশোরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক (পিপিএম), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম, যশোর জেলা পুলিশ সুপার জনাব রওনক জাহান।
কোতয়ালী থানাধীন রামকৃষ্ণ আশ্রম মিশন , কেশবপুর থানাধীন সার্বজনীন শ্রী শ্রী হরিতলা সম্প্রীতি মন্দির , ত্রিপল্লী সার্বজনীন মন্দির, শ্রীগঞ্জ কালিতলা মন্দির, চৌগাছা থানাধীন কংশারীপুর বিশ্বাস বাড়ী সার্বজনীন দূর্গা মন্দির , শ্রী শ্রী কেন্দ্রীয় কালি মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।
তিনি বলেন, দুর্গা উৎসব আমাদের দেশের অন্যতম বৃহত্তম সার্বজনীন উৎসব। এ উৎসবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আমরা বিশ্বাস করি—উৎসব সবার, আনন্দও সবার। তাই ধর্ম, জাতি বা মতপার্থক্য ভুলে সবাই এ উৎসবকে আনন্দঘনভাবে গ্রহণ করা উচিত।
তবে কিছু মানুষ আছে, যারা সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের সচেতন থাকতে হবে, যাতে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়।
আমি আপনাদেরই এলাকার মানুষ, সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। এই মহা-উৎসবের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হকসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন, ইউএনও গন ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।