এডিশন ডেস্কঃ
ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকার ঐতিহ্য বাগেরহাট জেলার মানুষের চিরন্তন সম্পদ। এই ঐতিহ্যের অনন্য ধারাবাহিকতায় এবার শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও তরুণ সমাজকর্মী আজরীন অরবী নওরিন।
শ্রী শ্রী হরিসভা, সোনাতলা সার্বজনীন পূজা মন্দিরসহ বাগেরহাট সদরের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তিনি সাধারণ শিক্ষার্থী, আয়োজক ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার আনন্দ ভাগাভাগি করে নেন। পাশাপাশি, তিনি অনুদান প্রদান করে আয়োজকদের উৎসাহিত করেন ও উৎসবকে আরও সুশৃঙ্খল এবং সমৃদ্ধ করে তোলেন।
পরিদর্শনকালে আজরীন অরবী নওরিন বলেন,
> “বাগেরহাটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ। এখানে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে একে অপরের উৎসব পালন করে আসছেন। পূজা হোক কিংবা ঈদ—আমরা সবাই এক পরিবারের অংশ।”
স্থানীয় আয়োজক ও দর্শনার্থীরা জানান, তরুণ প্রজন্মের সমাজকর্মীরা এগিয়ে এলে ধর্মীয় উৎসবগুলো শুধু আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তা হয়ে ওঠে সহমর্মিতা ও ঐক্যের প্রতীক।
আজরীন অরবী নওরিনের এই উদ্যোগ বাগেরহাট জেলার সম্প্রীতির মেলবন্ধনকে আরও দৃঢ় করেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, তাঁর মতো শিক্ষিত ও উদ্যমী তরুণীরা সমাজে মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা আরও ছড়িয়ে দেবেন।