খুলনা এডিশন::
খুলনার পাইকগাছায় বাংলাদেশ কৃষক লীগ থেকে পদত্যাগ করেছেন মো. ময়নুল ইসলাম। তিনি ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং কৃষক লীগের খুলনা জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাইকগাছা উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ময়নুল ইসলাম জানান, শিক্ষকতা পেশায় থেকে রাজনীতির পাশাপাশি নিরপেক্ষতা বজায় রাখা অনেকাংশে সম্ভব হয় না। তাছাড়া শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারছেন না। এ কারণেই তিনি কৃষক লীগের সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি পাঠদানে আরও মনোযোগী হতে চাই। আমার কারণে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত। আমার এই সিদ্ধান্তকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখবেন বলে সবার কাছে অনুরোধ জানাই।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই পদত্যাগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এডিশন ডেস্ক/NH/01