এডিশন ডেস্কঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-২ (নতুন গেজেট অনুযায়ী) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ নেতা মো: ওহিদুজ্জামান ওহিদ। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরে এখন তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আস্থা তৈরি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুর্যসেন হলের সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক ময়দানে সক্রিয় ছিলেন তিনি। ছাত্রজীবনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তাকে করেছে সাহসী, আর সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাকে দিয়েছে জনআস্থা।
ওহিদুজ্জামান ওহিদের জনপ্রিয়তার প্রধান কারণ গুলো হলো— সময়মতো মানুষের পাশে দাঁড়ানো, বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা, শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অঙ্গীকার, এবং রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় তার দৃঢ়তা।
বিগত সরকারের সময় হামলা ও একাধিক মামলার শিকার হয়েও তিনি দমে যাননি। বরং মাঠে থেকে জনগণের সঙ্গে থেকেছেন। ব্যবসায়িক ও ব্যক্তিগত ব্যস্ততার মাঝেও যে কোনো মুহূর্তে সাধারণ মানুষের ডাকে ছুটে যাওয়ার মানসিকতাই তাকে আলাদা করেছে।
সম্প্রতি স্থানীয় ও জাতীয় পর্যায়ের জরিপে দেখা গেছে, তরুণ ভোটাররা তাকে ‘আদর্শ ও রোল মডেল’ হিসেবে দেখছেন। তার সৃজনশীলতা, বিচক্ষণতা ও নেতৃত্বগুণ তাকে অন্যান্যদের চেয়ে আলাদা করেছে।
এলাকার প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, আগামী নির্বাচনে তরুণদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর সেই তরুণ প্রজন্মের আস্থা ও সমর্থনে শীর্ষে আছেন মো: ওহিদুজ্জামান ওহিদ।
সবকিছু মিলিয়ে বলা যায়, আসন্ন জাতীয় নির্বাচনে বাগেরহাট-২ আসনের সবচেয়ে আলোচিত ও সম্ভাবনাময় তরুণ প্রার্থী এখন মো: ওহিদুজ্জামান ওহিদ, যিনি তরুণ প্রজন্মের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।