খুলনা এডিশন::
খুলনায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।
শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মহানগরীর সদর থানাধীন পশ্চিমপাড়া টুটপাড়া ভুট্টার পাঁচোলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম পারভিন আক্তার কুট্টি (৪০)। তিনি স্থানীয় লিটন ব্যাপারীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারভিন আক্তার কুট্টি নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত ৮টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
আরো পড়ুন:-
খুলনায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত
এডিশন ডেস্ক/২০২৫০০১