এডিশন ডেস্কঃ
অভয়নগর শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামে আজ ৭ অক্টোবর (মঙ্গলবার) রাত ০২.০০থেকে সকাল ০৭.০০ ঘটিকায় পযন্ত অভয়নগর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সানজিদ আহমেদ (২ইবি) নেতৃত্বে যৌথ বাহিনীর সমন্বয়ে আপারেশন পরিচালনা করে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উক্ত আপারেশনে চিহ্নিত অস্ত্র কারবারি ও মাদক ব্যবসায়ী আজিমুল পিতা আলতাব আলী এর বাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র ১টি চাইনিজ কুড়াল ১০০পিচ এয়ারগানের গুলি, ৭পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি ছুরি উদ্ধার করে।
অস্ত্র কারবারি ও মাদক ব্যবসায়ী আজিজুল যৌথ বাহিনীর উপস্থিতির টের পেয়ে ঘঠনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল অভয়নগর থানা হস্তান্তর করা হয়েছে।