খুলনা এডিশন::
গত ৩ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১.৩০ ঘটিকায় ভিকটিম মোঃ মুস্তাসিম বিল্লাহ (২৪) কে সাতরাস্তার মোড় গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে অপহরণকারীরা অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমকে হত্যার ভয়ভীতি দেখিয়ে নগদ ২৪,০০০ টাকা ও Payoneer অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার হাতিয়ে নেয় এবং আরো ৫ লক্ষ টাকা দাবী করে। ভিকটিম টাকা দিতে অস্বীকার করলে তাকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখায়। ভিকটিম নিরুপায় হয়ে তাদের দাবীকৃত টাকা দিতে সম্মত হলে তাকে মুক্তি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খুলনা সদর থানায় মামলা মামলা নং-৫, তারিখ-৭/১০/২০২৫, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড রুজু হয়।
তৎপ্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশ অদ্য ৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১২.৪০ ঘটিকায় সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীর সদস্য ১) রমজান আকন (২৮), পিতা-মোঃ হাবিবুর রহমান আকন, সাং-বি কে রায় রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) ফেরদাউস (৩০), পিতা-শেখ ওমর আলী, সাং-২১, পশ্চিম বানিয়াখামার, থানা-সোনাডাঙ্গা মডেল, এবং ৩) মনিরুজ্জামান (২৪), পিতা-আমিরুল ইসলাম, সাং-কৃষ্ণনগর, চরাই, থানা-লবণচরা, খুলনাদের গ্রেফতার করা হয়।