এডিশন ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ দফা দাবি আদায়ের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এক মিলনায়তনে ৯ অক্টোবর বৃহ:বার এই সভা অনুষ্ঠিত হয়।
থানা আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং জামায়াত মনোনিত যশোর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াত ইসলাম যে দফা বাস্তবায়ন নিয়ে কাজ করছে, সংগ্রাম করছে সে দফাগুলো অত্যান্ত ন্যায় এবং যুক্তিসংগত। এদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কেউ যেন জালিম হয়ে না উঠতে পারে, ন্যায় এবং ইনসাফের একটা দেশ গঠনের জন্য সবাইকে জামায়াতের দফার সাথে একাত্মতা প্রকাশ করে আগামীতে জামায়াতের সাথে থাকার উদাত্ত আহ্বান জানান।