1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বিসিসিসিআই’র নির্বাহী পরিচালক নির্বাচিত হলেন সেলিমুজ্জামান

ছাব্বির সর্দার, কাশিয়ানী উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

এডিশন ডেস্কঃ 

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) কার্যনির্বাহী কমিটি’র পরিচালক নির্বাচিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (ইসি) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান ৯ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মাত নারগিস মুরশিদা। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোসাম্মাত নারগিস মুরশিদা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নিকট চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন। তিনি নতুন সভাপতির অবদান স্মরণ করে বলেন, কঠিন সময়ে তিনি চেম্বারের পাশে থেকেছেন, যার ফলস্বরূপ নির্বাচনে সভাপতি পদে এবং ২৪ জন কার্যনির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে চেম্বারের সম্মানিত সদস্যদের বিশ্বাসের প্রতীক হিসেবে এবং বিসিসিসিআই-এর রক্ষক হিসেবে অঙ্গীকারবদ্ধ হয় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য। অনুষ্ঠানে সকল সম্মানিত সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয় এবং চেম্বারের লক্ষ্য ও ভিশন পূরণের লক্ষ্যে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

৮ অক্টোবর ২০২৫ বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত ২৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন।

এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) হিসেবে নির্বাচিত হন জামিলুর রহমান। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল বা প্রার্থী না থাকায় নিম্নোক্ত কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিসিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচনটি পরিচালনা করেন চেম্বারের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মাত নারগিস মুরশিদা।
মোহাম্মদ খোরশেদ আলম বিসিসিসিআই প্রশাসক মোসাম্মাত নরগিস মুরশিদার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সভাপতি: মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি: হান জিংচাও, সিনিয়র সহ-সভাপতি: এ. জেড. এম. আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি.এম. কামরুল ইসলাম, সহ-সভাপতি: মোহাম্মদ হাফিজুর রহমান খান, সহ-সভাপতি: চাও চংচং, সহ-সভাপতি: খন্দকার আতিকুর রহমান, সহ-সভাপতি: মোহাম্মদ মাসুদ আলী খান, সাধারণ সম্পাদক: জামিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: নাসিমা জাহান বিজলী (বিন্তি), পরিচালক প্রশাসন: তালুকদার মো. জাকারিয়া হোসেন, শিল্প ও বাণিজ্য পরিচালক: মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, জনসংযোগ পরিচালক: মো. জিন্নাতুল ইসলাম, পরিচালক: মো. আমানুর রহমান, পরিচালক: মো. আবদুল্লাহ জাবের, পরিচালক: মো. সেলিমুজ্জামান সেলিম, পরিচালক: এটিএম অলতাফ হোসেন-লোটাস, পরিচালক: মো. কামরুজ্জামান, পরিচালক: মোহাম্মদ আলাউদ্দিন আল-আজাদ, পরিচালক: এস. এম. মুস্তাফা জালাল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এস এস ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী সেলিমুজ্জামান সেলিম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) কার্যনির্বাহী কমিটির পরিচালক নির্বাচিত হওয়ায় যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও গোপালগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সভাপতি নিক্সন আহম্মেদ মানিক ভাই কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল এবং সাধারণ সম্পাদক সুজা উদ্দিন অপু পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু পারুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আহম্মেদ রহিচ
গোপালগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সাংগঠনিক সম্পাদক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট