খুলনা এডিশন::
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বিমানের তিন আরোহী মারা যান।
শান্তিতে নোবেল জেতার পরই প্রকাশ্যে মারিয়া মাচাদোর ‘অন্ধকার দিক’
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের ওপর বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো তদন্ত শুরু করেছে।