এডিশন ডেস্কঃ
গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার যোহরের নামাজ শেষে গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসা মসজিদে ২য় জানাযা নামাজ শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে মা-বাবার করবের পাশে মাহাবুব হোসেন সারমাতের মরদেহ দাফন করা হয়। এর আগে সকাল ৯ টায় তার গ্রামের বাড়ি বলাকৈড়-এ প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় ফুল দিয়ে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাত (৫৪) শুক্রবার বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ জেলায় কর্মরতঃ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এবং বিএনপি, জামায়েত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন। সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন।