খুলনা এডিশন::
খুলনার পাইকগাছায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য পালনে সমস্যা নিরূপণ এবং করণীয় শীর্ষক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি সুমন সাহা, তুণাজ্জিনা হক ও সৈয়দ মেহেদী।
উপস্থিত ছিলেন নবলোকের উপজেলা ব্যবস্থাপক বিএম নাহিদ হাসান। কর্মশালায় ইউপি সদস্য জাহানারা বেগম, নাজমা বেগম, জুলেখা খাতুন, ফাতেমা তুজ জোহরা রুপা, এস্নোয়ারা খাতুন, আসমা খাতুন, অরুণা বেগম, বিনতা রাণী ও যমুনা রাণী বৈদ্য সহ উপজেলার সকল নারী ইউপি সদস্য বৃন্দ।