খুলনা এডিশন::
পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে নিজ কার্যালয়ে সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন স্থানীয় আইনজীবীরা।
এসময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক সভাপতি পঙ্কজ কুমার ধর, সিনিয়র আইনজীবী সুকল্যাণ মন্ডল, সমীর কুমার বিশ্বাস, কালিপদ মন্ডল, বিল্লাল হোসেন, অনাদী কৃষ্ণ ও শরিফা বেগম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক ফসিয়ার রহমান।
উল্লেখ্য সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ২০২৪ সালের ১৮ এপ্রিল থেকে অত্র উপজেলায় কর্মরত ছিলেন।
তিনি প্রায় দেড় বছর সুনামের সহিত নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে ভূমি সেবা কে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করেছেন। এখানকার মানুষের সহযোগিতা ও ভালোবাসা কর্মময় জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী এসিল্যান্ড ইফতেখারুল ইসলাম।
ভূমি প্রশাসনের অভিজ্ঞ ও দায়িত্বশীল এ কর্মকর্তা কে খুলনার রুপসা উপজেলায় বদলি করা হয়েছে।
তার কর্মকালীন সময়ের বিভিন্ন দিক স্মৃতিচারণ করে ভূয়সী প্রশংসা করেন আইনজীবী সহ সাধারণ মানুষ।