খুলনা এডিশন::
বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাস নামের এক জামায়াত নেতা নি-হত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ছোনকা এলাকায় এ দু-র্ঘটনা ঘটে।
নি-হত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির।
নি-হতের বোনজামাই খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষাশিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা-রা যান তিনি।
শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আবুল কালাম বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমির অধ্যাপক মাওলানা শাহীনুর আলম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মো জাহিদুল ইসলাম জাহিদ সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা আবুল কালাম এর মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি তা পূরণ হওয়ার নয়, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।