এডিশন ডেস্কঃ
কয়েকদিন শান্ত থাকার পর সীমান্তে আবারো সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর ৪টি সীমান্ত পোস্ট এবং ৬টি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর জিও নিউজের।
সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, কুররাম জেলায় পাকিস্তানের সীমান্তবর্তী ঘাঁটিতে আফগান তালেবান এবং ফিতনা আল-খাওয়ারিজ বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে একাধিক তালেবান পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র জিও নিউজকে জানিয়েছে, সংঘাত শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে কুররম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ সেনাপোস্ট ধ্বংস করে পাকিস্তানের সেনারা। এ সময় সেই পোস্টে থাকা আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের মধ্যে কয়েক জন নিহত ও আহত হন, বাকিরা পালিয়ে যায়।
তথ্যসূত্র: জিও নিউজ