ঢাকা অফিস
রাজধানী ঢাকায় আজ রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশ ও শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমুমের কালচারাল ফেস্ট “জুলাই জাগরণ” উপলক্ষ্যে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কঠোর নিরাপত্তা ও যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল ‘ছাত্র সমাবেশ’ করবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনসিপির জনসভা হবে, যেখানে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে।