ঢাকা অফিস::
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংস্কার ও বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের নেতারা। শনিবার (২৮ জুন) দুপুরের দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে অংশ নেন তারা।
জামায়াত-এনসিপি ছাড়াও গণঅধিকার পরিষদ ও এবি পার্টিসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের সংগঠনের নেতারাও ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশে যোগ দেন। তবে সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধী হওয়ায় বিএনপিকে মহাসমাবেশে আমন্ত্রণ জানায়নি ইসলামী আন্দোলন।
Inb
এদিন দুপুর দুইটার দিকে লাখো মানুষের এই সমাবেশে জামায়াত নেতাদের মধ্যে দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খানকে দেখা যায়।
এছাড়াও মহাসমাবেশে অন্যদের মধ্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ছাড়াও গণঅধিকার সভাপতি নূরুল হক নূর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বাংলাদেশ খেলাফতের মহাসচিব জালাল উদ্দীন, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানিসহ অনেককেই দেখা যায়।