ঢাকা অফিস::
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশে সংখানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দাবি ওঠে সংখ্যানুপাতিক নির্বাচন। মহা সমাবেশে জামাত ছাড়াও এবি পার্টি এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। পিআর পদ্ধতিতে নির্বাচনে বিএনপি একমত না বলে বিএনপিকে দাওয়াত দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই।
সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানান। সমাবেশ শেষে বিএনপির কাছে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা জানান বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়।