ঢাকা অফিস::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমাদ বার্ধক্যজনিত কারণে ৬ জুলাই রাত ১০টায় ৮২ বছর বয়সে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
৭ জুলাই সোমবার বাদ জোহর মোহাম্মদপুর, তাজমহল রোডস্থ মাসজিদ-ই-বাইতুল ফিরদাউস-এ জানাযা শেষে বিকাল সাড়ে ৩টায় তাঁকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযায় ইমামতি করেন মরহুমার জ্যেষ্ঠ পুত্র লে. কর্নেল অব. মতলুব আহমেদ। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এড. মোয়াযযম হোসাইন হেলাল, এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও দুই মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মী, মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং বিপুল সংখ্যক মুসল্লি জানাযায় শরীক হন।