খুলনা এডিশন::
পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ও কাউখালী থানায় নাশকতা মামলার ১নং আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রবিবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থেকে কাউখালী থানায় এক ব্যবসায়ীর চেক জালিয়াতি পৃথক দুইটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সেশন মামলা ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর সাজা পরোয়ানা আসামিকে বিশ্বস্ত সোর্সের ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি জেপি উপজেলা শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মনু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এছাড়া তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১নং আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে পূর্ণ গ্রেপ্তার দেখায়।
গত ৫ই আগস্ট ২০২৪ এর পরে থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু পলাতক ছিলেন।
মনু মিয়া তার রাজনৈতিক জীবনে বিএনপি, পরবর্তীতে ১৪ দলীয় জোটের আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির উপজেলা সভাপতি ছিলেন।সেখান থেকে পদত্যাগ করে পরবর্তীতে বিগত স্বৈরাচার সরকারের নির্বাচিত প্রভাবশালী স্বতন্ত্র এমপি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজের একান্ত কাছের লোক ছিলেন।
কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার সকালে (৪ আগস্ট) পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।