ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৭ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় একাধিকবার রিমান্ড শেষে এবার লাইসেন্স বাতিলকৃত অবৈধ অস্ত্রের খোঁজে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর অস্ত্র আইনের মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন বনানী থানার পুলিশ উপ-পরিদর্শক ইয়াদুল হক। এ সময় আসামিপক্ষ পক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের জোর দাবি জানানো হয়। শুনানি শেষে বিচারক আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী ৯ জুলাই আনিসুল হককে এ রিমান্ডের জন্য কারাগার থেকে বনানী থানায় নেওয়া হবে।