ঢাকা অফিস
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর বুধবার (৩০ জুলাই) নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিন ঢাকার প্রথম আদালতের যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।
সেইসঙ্গে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ অন্য প্রেসিডিয়াম সদস্যদের ওপর দেওয়া জি এম কাদেরের বহিষ্কারাদেশের উপরও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
জাতীয় পার্টির স্বপদে পুনর্বহাল হওয়া অন্য নেতারা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, আরিফুল রহমান, নাসির উদ্দিন মাহমুদ, জসিম উদ্দীন জসিম ও দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।
এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এই ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে- আইন ও ন্যায়বিচার এখনো জীবিত। সত্যকে নিশ্চিহ্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলা যায় না। স্বৈরতন্ত্র, দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা।’
তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়। এটি দেশের লাখো মানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরেছে।’