ঢাকা অফিস::
২০২৫ সেশনের বাকি সময়ের জন্য ইসলামী ছাত্রশিবিরের মহানগর পূর্ব শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
৭ জুলাই, সোমবার ঢাকা মহানগরী পূর্ব শাখা আয়োজিত আল ফালাহ মিলনায়তনে জরুরী সদস্য সমাবেশে এই সেটআপ সম্পন্ন হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আসিফ আব্দুল্লাহকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও সাংবিধানিক শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে ইমদাদুল হককে শাখা সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, সদ্য সাবেক শাখা সভাপতি মোজাফফর হোসেনসহ শাখার সাবেক সভাপতিবৃন্দ।
পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।