1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
আজকের সর্বশেষ এডিশন:

‘তোদের অস্তিত্ব রাখব না’ বলে বৈষম্যবিরোধী নেতাকে ছুরিকাঘাত

আব্দুল হান্নান মান্না, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
Image 191094 1748251442
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত আল নূর মো. আয়াস। ছবি : সংগ্রহীত

ঢাকা অফিস:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মো. আয়াসকে (২৫) মারধর ও ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কামুক্ত।

সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আল নূর মো. আয়াস বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেলার তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোবিন্দখিলা গ্রামের মোস্তফা কামালের ছেলে। তবে তিনি ময়মনসিংহ নগরের বাঘমারা এলাকায় থাকতেন।

জানা গেছে, সোমবার সকালে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে এক স্বজনকে দেখে ময়মনসিংহ নগরে ফিরছিলেন আল নূর। এসময় বেলা সাড়ে ১১টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ এলাকায় যানজটের কারণে বাস থেকে ব্রিজ মোড়ে নেমে পড়েন। এ সময় মোবাইলে কথা বলার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

আহত আল নূর মো. আয়াস বলেন, বাস থেকে নামার পর মুঠোফোনে কল আসায় ব্রিজ মোড়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি। ওই অবস্থায় ৫-৬ যুবক আসে, তাদের কাউকে আমি চিনি না। আমাকে ছুরি ঠেকিয়ে নিচের দিকে যেতে বলে। সে এলাকাটিতে ‘জয় বাংলা চত্বর’ ছিল। তাদের হাতে ছুরি আর আমার সঙ্গে কেউ ছিল না। নিচে নিয়ে যাওয়ার পর তারা বলতে থাকে, ‘তুই বেশি বাড়াবাড়ি করতাছস। তোদের একেকটাকে ধইরা পিটাইয়া শেষ করে দিব। ব্রিজ মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল তুই ভেঙেছিস। তোকে আজকে মেরেই ফেলব, একটাকেও রাখবো না। তুই অনেক কিছু করেছিস, অনেক ক্ষতি করেছিস আমাদের’। এছাড়াও বিভিন্ন রকম কথা বলতে থাকে।

আল নূর দাবি করেন, দুর্বৃত্তরা তাকে বলতে থাকে- ‘তুই আওয়ামী লীগকে থ্রেড দিস।’ এগুলো বলার পর আমার শরীরে লাঠি দিয়ে পেটাতে থাকে। যখন দেখি ছুরি দিয়ে আঘাত করবে তখন দুজনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। যাবার সময় তারা বলছে, ‘যেখানেই পাবে সেখানেই পিটাবে। তোদের মেরে ফেলবই আমরা, তোদের অস্তিত্ব রাখবো না। তোদের জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে।’

স্থানীয়রা আহত আল নূরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শহীদুর রহমান বলেন, আয়াসের পায়ে ছুরিকাঘাত আছে। দেহের নানা স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সে শঙ্কামুক্ত।

বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব মো. আলী হোসেন বলেন, আহত ছাত্রনেতার বর্ণনা অনুযায়ী ধারণা করছি ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন এটি করে থাকতে পারে। তবে তদন্তে প্রকৃত বিষয়টি জানা যাবে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাকে আজকে যদি এভাবে আক্রমণ করে তাহলে সামনের দিনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষ আস্থা হারাবে। অপরাধীদের অতিদ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, কারা কী কারণে হামলা করেছে তা বলা যাচ্ছে। আহত ছাত্রনেতাও হামলার কারণ সম্পর্কে বলতে পারছে না। আমরা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট