ঢাকা অফিস::
১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে উত্তরা পশ্চিম থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা কার্প্রযালয়ে অনুষ্ঠিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জোন সহকারি মাহবুব আলম মুকুল, মুফাসসির বিভাগের সহ-সভাপতি ড. কামরুল হাসান শাহিন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এবং ৫১নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক হাজী আরব আলী।
সম্মেলনে সভাপতিত্ব করেন জিএম আসলাম হোসাইন।