ঢাকা অফিস :
১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। প্রত্যাশা ছিল ৫০০ রানের। কিন্তু গতকাল বিকেলের ব্যাটিং ধসটা পূর্ণতা পেল সকালের তৃতীয় ওভারে এসেই। নাহিদ রানাকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ তৃতীয় দিনের সকালে যোগ করলো মোটে ১১ রান। কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ বলে শূন্য রান করা নাহিদ রানা। এর মধ্য দিয়ে শেষ উইকেটটি হারিয়ে দলীয় ৪৯৫ রানেই শেষ হলো বাংলাদেশের ১ম ইনিংস। আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ৭ রানে।
৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এই ইনিংসে ৫০০ কিংবা তারও বেশি করার পরিকল্পনা ছিল দলের। কিন্তু এখন ৫০০-ও হয় কিনা সেটা নিয়েই রয়েছে শঙ্কা। ৬১ রান তুলতে ৫ উইকেট হারিয়ে চরম অস্বস্তিতে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ শিবির। মুশফিক ১৬৩ ও লিটন ৯০ রানে ফেরার পর মূলত পতনের শুরু। জাকের আলীরা কেউ হাল ধরতে পারেননি।